বাবরের বিরুদ্ধে কর ফাঁকি মামলার অভিযোগ গঠন


প্রকাশিত: ০৬:১৮ এএম, ০৬ আগস্ট ২০১৪

কর ফাঁকির অভিযোগের মামলায় সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের বিরুদ্ধে চার্জ গঠন করেছেন আদালত। বুধাবার ঢাকার বিশেষ জজ আদালত-৫ এর বিচারক মো. রেজাউল ইসলাম বেলা সোয়া ১১টার দিকে এ মামলায় চার্জ গঠন করেন। একইসঙ্গে আগামী ২১ সেপ্টেম্বর সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করেছেন আদালত।

এর আগে গত ২৯ জুন এ মামলার চার্জ গঠনের শুনানি অনুষ্ঠিত হয়।

উল্লেখ্য, ১৯৯৯-২০০৮ সাল পর্যন্ত ২ কোটি ৬৫ লাখ টাকা কর ফাঁকির অভিযোগে ২০১০ সালের ১৪ ফেব্রুয়ারি উপ-কর কমিশনার সৈয়দ জাকির হোসেন ঢাকা মহানগর আদালতে মামলাটি দায়ের করেন।

জাগোনিউজের খবর পেতে ফলো করুন
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।