সম্মেলনে না এসে ভুল করেছে বিএনপি : নাসিম


প্রকাশিত: ০৫:৩২ পিএম, ২৩ অক্টোবর ২০১৬

বিএনপি আওয়ামী লীগের ২০তম সম্মেলনে যোগদান না দিয়ে ভুল করেছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য স্বাস্থ্য মন্ত্রী মোহাম্মদ নাসিম।

রোববার রাজধানীর হোটেল লেক শোরে সম্মেলনে আসা বিদেশি অতিথিদের উদ্দেশ্যে আয়োজিত এক নৈশভোজ অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে এ মন্তব্য করেন স্বাস্থ্যমন্ত্রী।

স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেন, বিএনপির অফিসে গিয়ে মির্জা ফকরুল ইসলামের কাছে সম্মেলনের আমন্ত্রণপত্র দেয়া হয়েছে। তারপরও তারা আসেনি। আমাদের রাজনৈতিক বিরোধিতার জন্য মতপার্থক্য থাকতেই পারে। কিন্তু এটাতো সম্মেলনে যোগদানের জন্য বাধা হতে পারে না। আমারা আশা করেছি তারা আসবে তারাও বলেছিল আসবে। কিন্তু কেনো আসেনি সেটা বুঝতে পারছি না। তবে যাইহোক সম্মেলনে না এসে তারা ভুল করেছে। আসলে ভালো হতো। খুশি হতাম আমরা।

তবে নতুন কমিটিকে বিএনপির অভিন্দন দেয়ার তাদেরকে ধন্যবাদ জানান আওয়ামী লীগের সিনিয়র নেতা মোহাম্মদ নাসিম।

নাসিম আরো বলেন, আমরা সব সময় বলেছি এবারের কমিটি প্রবীণ ও তরুণের সমন্বয়ে গঠন করা হবে। সে কারণে ওবায়দুল কাদেরকে সাধারণ সম্পাদক করা হয়েছে। আমরা আশা করছি বর্তমান কমিটি দক্ষতার সঙ্গে আগামী নির্বাচনের জন্য কাজ করবে।

তিনি বলেন, সর্বসম্মতিতে এ কমিটি গঠিত হয়েছে। আশা করি এই কমিটির কার্যক্রমেই আমরা আগামী নির্বাচনে জয়লাভ করবো।

এমইউএইচ/এএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।