বৃহস্পতিবার ৬০০০ চিকিৎসক নিয়োগ


প্রকাশিত: ০৫:৫৯ এএম, ০৬ আগস্ট ২০১৪

স্বাস্থ্যসেবা মানুষের দ্বারগোড়ায় পৌঁছে দিতে আগামীকাল বৃহস্পতিবার ৬ হাজার নতুন চিকিৎসক নিয়োগ দেবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম।

বুধবার বিশ্ব মাতৃদুগ্ধ দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে তিনি এই ঘোষণা দেন।

স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেন, আগামীকাল থেকেই গ্রামে গ্রামে চিকিৎসকরা কাজ করতে শুরু করবেন। স্বাস্থ্যসেবা মানুষের দ্বারগোড়ায় পৌঁছে দিতে সরকার এই উদ্যোগ নিয়েছে।

অনুষ্ঠানে স্বাস্থ্যসচিব এমএম নিয়াজ উদ্দিন বলেন, বৃহস্পতিবারই সারাদেশে নিয়োগ দেওয়া হচ্ছে ৬ হাজার চিকিৎসক।

জাগোনিউজের খবর পেতে ফলো করুন
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।