এসএসসির তৃতীয় পরীক্ষা শুরু


প্রকাশিত: ০৪:০২ এএম, ১৩ ফেব্রুয়ারি ২০১৫

হরতাল আর অবরোধের কারণে আজ সরকারি ছুটির দিনে আবারো এসএসসি পরীক্ষা দিতে হচ্ছে লাখ লাখ পরীক্ষার্থীকে। শুক্রবার সকাল নয়টা থেকে একযোগে সারাদেশের ৩ হাজার ১১৬টি কেন্দ্রে পরীক্ষা শুরু হয়েছে। এছাড়া বিদেশের ৮টি কেন্দ্রেও শুরু পরীক্ষা হয়েছে।

২ ফেব্রুয়ারি বাংলা প্রথমপত্র পরীক্ষার মধ্য দিয়ে ২০১৫ সালের এসএসসি পরীক্ষা শুরু হওয়ার কথা ছিল। কিন্তু এদিন ২০ দলীয় জোট হরতাল ডাকায় পরীক্ষার দিন পিছিয়ে ৬ ফেব্রুয়ারি নির্ধারণ করা হয়। পরে বাংলা দ্বিতীয় পত্র পরীক্ষার মাধ্যমে দেশের সবচেয়ে বড় পাবলিক পরীক্ষা ৪ ফেব্রুয়ারি শুরু হওয়ার কথা থাকলেও দ্বিতীয় দফা হরতাল ডাকায় ওই পরীক্ষাটিও পিছিয়ে যায়।

এবার ৮টি বোর্ডের অধীনে এসএসসিতে ১১ লাখ ১২ হাজার ৫৯১ জন, মাদ্রাসা বোর্ডের অধীনে দাখিলে ২ লাখ ৫৬ হাজার ৩৮০ জন এবং এসএসসি ভোকেশনালে ১ লাখ ১০ হাজার ২৯৫ জন শিক্ষার্থী পরীক্ষা দেবে। এদের মধ্যে ৭ লাখ ৬৩ হাজার ৩৩৯ জন ছাত্র এবং ৭ লাখ ১৫ হাজার ৯২৭ জন ছাত্রী।

এআরএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।