সারা দেশে ৩৪৮ প্লাটুন বিজিবি মোতায়েন


প্রকাশিত: ০৩:৪৪ এএম, ১৩ ফেব্রুয়ারি ২০১৫

টানা অবরোধ ও হরতালে দেশের বিভিন্ন স্থানে মহাসড়কের নিরাপত্তা, জননিরাপত্তা এবং এসএসসি পরীক্ষায় নিরাপত্তা নিশ্চিত করার জন্য ৩৪৮ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন বিজিবি সদরদফতরের জনসংযোগ কর্মকর্তা মুহম্মদ মোহসিন রেজা।

তিনি জানান, বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টা হতে শুক্রবার সকাল ৬টা পর্যন্ত শুধু রাজধানীতে দায়িত্ব পালন করবে ১৬ প্লাটুন বিজিবি।

এরপর এসএসসি পরীক্ষায় নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে রাজধানীতে শুক্রবার সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত আরও ১৬ প্লাটুন বিজিবি মোতায়েন থাকবে। তবে জরুরি প্রয়োজনে আরও ৬ প্লাটুন বিজিবি সদস্য ঢাকা শহরে মোতায়েনের জন্য প্রস্তুত রাখা হয়েছে।

তিনি আরও জানান, ঢাকার বাইরে বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টা হতে ২৪ ঘন্টার জন্য দেশের বিভিন্ন স্থানে আইন-শৃঙ্খলা রক্ষার্থে ৮৯ প্লাটুন এবং মহাসড়কের নিরাপত্তার দায়িত্বে ৯৩ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন থাকবে। এছাড়া আরও ৬৯ প্লাটুন বিজিবি সদস্য সারা দেশে মোতায়েনের জন্য প্রস্তুত থাকবে।

এসএসসি পরীক্ষা চলাকালীন নিরাপত্তার জন্য শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) সকাল হতে ঢাকার বাইরে বিভিন্ন স্থানে ১৩৪ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন থাকবে বলে জানান তিনি।

জেইউ/এআরএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।