রাজধানীতে গণধোলাইয়ে নাশকতাকারীর মৃত্যু


প্রকাশিত: ০৩:৩০ এএম, ১৩ ফেব্রুয়ারি ২০১৫

রাজধানীর শাহবাগ এলাকায় ককটেল বিস্ফোরণের অভিযোগে দুই যুবককে গণপিটুনি দিয়ে পুলিশে দিয়েছে পথচারীরা।

তাদের মধ্যে গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে একজন মারা গেছে। অপরজন গুরুতর আহত অবস্থায় ঢামেকে ভর্তি আছে। বৃহস্পতিবার রাত ৯টার দিকে এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপি’র উপ-পুলিশ কমিশনার(মিডিয়া) মাসুদুর রহমান। তবে গণধোলাইয়ের শিকার ওই দুই যুবকের পরিচয় জানাতে পারেন নি।

এব্যাপারে যোগাযোগ করা হলে ঢামেক হাসপাতালের পুলিশ ইনচার্জ মোজাম্মেল হক বলেন, ঘটনা সম্পর্কে খোঁজখবর নিচ্ছেন পরে জানাতে পারবেন।

জেইউ/এআরএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।