শাহজালালে কোটি ভারতীয় রুপিসহ পাকিস্তানি আটক

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৩:৫১ পিএম, ১২ ফেব্রুয়ারি ২০১৫

ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এক কোটি ভারতীয় রুপিসহ রেহান আলী (২৮) নামে পাকিস্তানি এক নাগরিককে আটক করেছে কাস্টমস কর্তৃপক্ষ। বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে বিমানবন্দরের গ্রিন চ্যানেল অতিক্রম করার সময় তার সাথে থাকা কাগজের কার্টন স্ক্যানিংয়ে ধরা পড়লে রেহানকে আটক করা হয়।

এ ঘটনায় বিমানবন্দর থানায় মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছে কাস্টমস কর্তৃপক্ষ। বিষয়টি নিশ্চিত করেছেন কাস্টমস-এর যুগ্ম-কমিশনার কাজী মুহাম্মদ জিয়াউদ্দিন জানান, সংযুক্ত আরব আমিরাতের দুবাই থেকে বৃহস্পকিবার সন্ধ্যায় এমিরেটস এয়ারলাইন্সের ইকে ৫৮৬ ফ্লাইটটি শাহজালালে অবতরণ করে। আনুষ্ঠানিকতার পর রেহান আলী মালপত্র নিয়ে গ্রিন চ্যানেল অতিক্রমের সময় তার কাগজের কার্টনটি স্ক্যানিং মেশিনে ধরা পড়ে।

পরে কর্মকর্তারা কার্টুনটি খুলে এক কোটি ভারতীয় রুপি উদ্ধার করে বলে জানান তিনি।

জেইউ/আরএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।