মেডিকেল কলেজে ভর্তিতে ৫ শতাংশ মুক্তিযোদ্ধা কোটা থাকছে


প্রকাশিত: ০১:০৮ পিএম, ১২ ফেব্রুয়ারি ২০১৫

দেশের সকল মেডিকেল কলেজে ভর্তির ক্ষেত্রে ৫ শতাংশ মুক্তিযোদ্ধা কোটা ঠিক করে হাইকোর্টের দেয়া রায় বহাল রেখেছে সুপ্রিমকোর্টের আপিল বিভাগ। বৃহস্পতিবার প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বে আপিল বিভাগের একটি বেঞ্চ বিষয়টির ওপর রাষ্ট্রপক্ষের করা লিভ টু আপিল খারিজ করে এ আদেশ দেয়।

আদালতে মুক্তিযোদ্ধা কোটার পক্ষে আইনজীবী সিকদার মকবুল হক এ আদেশের কথা সাংবাদিকদের জানান। তিনি বলেন, মেডিকেল কলেজের কর্তৃপক্ষরা ভর্তির ক্ষেত্রে ২ শতাংশ মুক্তিযোদ্ধার কোটা রেখেছে। কিন্তু তাও ভর্তির ক্ষেত্রে মানা হয়নি।

তিনি আরো বলেন, ফলে মেডিকেলে ভর্তির ক্ষেত্রে কোটার সংখ্যা বাড়ানোর জন্য হাইকোর্টে রিট পিটিশন দায়ের করা হয়। রিটের ওপর শুনানিশেষে গত বছরের ৬ মার্চ মেডিকেল কলেজে “৫ শতাংশ” মুক্তিযোদ্ধা কোটা দেয়ার আদেশ দিয়ে রায় ঘোষণা করে। এরপর রাষ্ট্রপক্ষ এ রায়ের বিরুদ্ধে লিভ টু আপিল দায়ের করে।

আরএস/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।