শাহজাহানপুরে ৫ পেট্রলবোমা উদ্ধার
রাজধানীর শাহজাহানপুর থানা এলাকা থেকে ৫টি পেট্রল বোমা উদ্ধার করেছে র্যাপিড অ্যাকশট ব্যাটালিয়ন (র্যাব)। বৃহস্পতিবার দুপুর দেড়টার দিকে ৫টি পেট্রল বোমা উদ্ধার করে র্যাব-৩ এর সদস্যরা।
বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব হেডকোয়াটারের লিগ্যাল এন্ড মিডিয়া উয়িং এর উপ পরিচালক মাকসুদুল আলম।
তিনি জাগো নিউজকে জানান, র্যাব-৩ এর একটি মগবাজার কোম্পানী কমান্ডার এএসপি রবিউল ইসলামের নের্তৃত্বে একটি আভিযাত্রিক দল ভ্রাম্যমান দায়িত্ব পালন করছিল। বৃহস্পতিবার দুপুর দেড়টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে শাহজাহানপুর থানা এলাকার খিলগাও ওভারব্রীজ সংলগ্ন গলির ঝোপ থেকে ওই ৫ পেট্রলবোমা উদ্ধার করে র্যাব।
কে বা কারা নাশকতার উদ্দেশ্যে পেট্রলবোমা ওই স্থানে রেখে গিয়েছে তা তদন্ত করে দেখা হচ্ছে বলে জানান তিনি।
জেইউ/আরএস/আরআই