শপথ অনুষ্ঠানে দিল্লিবাসীকে আমন্ত্রণ জানিয়েছেন কেজরিওয়াল


প্রকাশিত: ০৭:১৫ এএম, ১২ ফেব্রুয়ারি ২০১৫

ভারতের রাজধানী দিল্লির বিধানসভা নির্বাচনে ৭০টি আসনের মধ্যে ৬৭টিতে জিতে বিস্ময় সৃষ্টি করা আম আদমি পার্টির নেতা অরবিন্দ কেজরিওয়াল শনিবার তার শপথ অনুষ্ঠানে পুরো দিল্লিবাসীকে আমন্ত্রণ জানিয়েছেন। বৃহস্পতিবার বিবিসির অনলাইনে প্রকাশিত প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

প্রচলিত নিয়ম অনুযায়ী সংসদে নয়, দিল্লির রামলীলা ময়দানেই মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিতে যাচ্ছেন অরবিন্দ কেজরিওয়াল।

এক রেডিও ভাষণে শনিবার দিল্লির অধিবাসীদেরকে সেখানে আসার আমন্ত্রণ জানিয়ে কেজরিওয়াল বলেন, তিনি নন, দিল্লিবাসীরাই সেখানকার মুখ্যমন্ত্রী ।

এক বছর আগেই দলটির সরকার দিল্লির ক্ষমতা থেকে আচমকা বিদায় নিয়েছিল এবং মাস কয়েক আগের লোকসভা নির্বাচনে তারা দিল্লিতে একটিও আসন পায়নি। কিন্তু সেই দলটিই আবার ইতিহাস সৃষ্টি করেছে।
কেননা, ভারতে কোনো রাজ্যের নির্বাচনে একটি দল প্রায় ছিয়ানব্বই শতাংশ আসনেই জিতছে, এ জিনিস সেদেশের গণতন্ত্রের ইতিহাসে কখনও হয়নি।

নরেন্দ্র নেতৃত্বে বিজেপিই হয়ে উঠেছিল ভারতে প্রায় অপ্রতিরোধ্য। কিন্তু দিল্লিতে এসে এএপির কাছে শোচনীয় পরাজয় ঘটে বিজেপির।

এআরএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।