৮৫ লাখ মানুষের কর্মসংস্থান হয়েছে : প্রধানমন্ত্রী


প্রকাশিত: ০৫:৩৯ এএম, ১২ ফেব্রুয়ারি ২০১৫

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বিদেশের মাটিতে বাংলাদেশের ৮৫ লাখ মানুষের কর্মসংস্থান সৃষ্টি হয়েছে। বাংলাদেশের মানুষের আয় বেড়েছে। সেইসঙ্গে জীবনযাত্রার মান উন্নত হয়েছে। মানুষ স্বাভাবিকভাবে জীবনযাপন করতে পারছে।

বৃহস্পতিবার সকাল ১১টায় গাজীপুরে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ৩৫তম জাতীয় সমাবেশ উদ্বোধনকালে এ কথা বলেন তিনি।

এ সময় ২০ দলীয় জোটের নেতাকর্মীদের উদ্দেশে করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, যারা জঙ্গিবাদ সৃষ্টি করে তার দেশের শত্রু। তাদের প্রতিহত করতে হবে।

আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, নারীর ক্ষমতায়নে আনসার-ভিডিপি গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে।

এর আগে বৃহস্পতিবার সকাল ১০টায় প্রধান অতিথি হিসেবে যোগ দিতে কালিয়াকৈর উপজেলার সফিপুর আনসার ভিডিপি একাডেমিতে পৌঁছান প্রধানমন্ত্রী।

এ সময় সমাবেশের প্রধান অতিথি হিসেবে কুচকাওয়াজ অনুষ্ঠানে সালাম গ্রহণ করেন তিনি। সামবেশে দক্ষতা এবং কৃতিত্বপূর্ণ অবদানের জন্য ৯৭ জন আনসার-ভিডিপি সদস্যকে পুরস্কৃত করেন প্রধানমন্ত্রী।

আনসার ভিডিপির গাজীপুর জেলা কম্যান্ডেন্ট মো. আলমগীর হোসেন জানান, প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে আনসার ভিডিপি এলাকা বর্নিলসাজে সাজানো হয়েছে এবং নিরাপত্তা জোরদার করা হয়েছে।

বিএ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।