চট্টগ্রামে মালয়েশিয়াগামী ১৫ বাংলাদেশি আটক


প্রকাশিত: ০৩:৪৪ এএম, ১২ ফেব্রুয়ারি ২০১৫

চট্টগ্রাম সমুদ্র বন্দরের বহিঃনোঙ্গর এলাকায় একটি মাছ ধরার ট্রলারে অভিযান চালিয়ে অবৈধপথে মালয়েশিয়াগামী এক দালালসহ ১৫ বাংলাদেশিকে আটক করেছে নৌবাহিনীর সদস্যরা।

বৃহস্পতিবার ভোররাত ৩টার দিকে এ ঘটনা ঘটে। গোয়েন্দা অধিদফতর চট্টগ্রাম অঞ্চলের কমান্ডার খান মোহাম্মদ শামীম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, বুধবার গভীর রাতে বন্দরের বহিঃনোঙ্গর এক নম্বর ভয়া থেকে একটি মাছ ধরার ট্রলার থামানোর সঙ্কেত দেয় নৌ-বাহিনীর চোরাচালান বিরোধী ইউনিট।

এ সময় ট্রলারে থাকা লোকজন পালিয়ে যাওয়ার চেষ্টা করলে ধাওয়া দিয়ে ট্রলারটি আটক করা হয়। পরে সেখান থেকে অবৈধপথে মালয়েশিয়াগামী একজন দালালসহ ১৫ যাত্রীকে আটক করা হয়।

আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে বলে জানান খান মোহাম্মদ শামীম।

বিএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।