মহাখালীতে চুলার আগুনে দগ্ধ ৪


প্রকাশিত: ০২:৩৩ এএম, ১২ ফেব্রুয়ারি ২০১৫

রাজধানীর মহাখালীর কড়াইল বস্তিতে গ্যাসের চুলার আগুনে এক পরিবারের চারজন দগ্ধ হয়েছেন। বুধবার রাত সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে।

দগ্ধরা হলেন কদবানু (৪২), তার মেয়ে শিমা আকতার (২০), ইতি আকতার (১৬) ও ছেলে মো. হানিফ (১২)। এদের মধ্যে ছেলে হানিফ একটু বেশি দগ্ধ হয়েছে। তাদেরকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পরিবার সূত্র জানায়, রাত সাড়ে ১১টার দিকে হানিফ ও ইতি ঘুমিয়েছিল। এ সময় শিমা তার ১৫ দিনের শিশুকে গ্যাসের চুলায় ছ্যাকা দিচ্ছিলেন। তখন বাচ্চার গায়ে থাকা ন্যাকড়ায় আগুন ধরে যায়।

শিমা দ্রুত তার বাচ্চাকে ঘরে নিয়ে যেতেই তার ওড়নায় আগুন লাগে। পরে একে একে চারজনই আহত হয়।

বিএ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।