অজ্ঞানপার্টির কবলে পুলিশ কনস্টেবল


প্রকাশিত: ০২:৪৯ পিএম, ১১ ফেব্রুয়ারি ২০১৫

রাজধানীর গুলিস্তানে এবার অজ্ঞান পার্টির কবলে পড়লেন এক পুলিশ কনস্টেবল। নাম মোহাম্মদ আলী হোসেন (৩০)। নারায়ণগঞ্জের রুপগঞ্জ এলাকার মৃত আব্দুল খালেকের ছেলে তিনি।

বুধবার সন্ধ্যার দিকে এ ঘটনা ঘটে। খবর পেয়ে পল্টন থানা পুলিশের এএসআই ইমদাদুল হক অচেতন অবস্থায় সন্ধ্যা ছয়টার দিকে তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসেন।

এএসআই ইমদাদুল হক জানান, মোহাম্মদ আলী হোসেন রাজারবাগ পুলিশ লাইনে পুলিশ কনস্টেবল হিসেবে কর্মরত। তার কনস্টেবল নম্বর ২৭৮৭১।

তিনি রুপগঞ্জের বাসায় ফেরার উদ্দেশ্যে রাজারবাগ থেকে গুলিস্তানে যাওয়ার জন্য বন্ধু পরিবহনে উঠেন। পথিমধ্যে অজ্ঞান পার্টির সদস্যরা তাকে চেতনানাশক ওষুধ খাইয়ে অচেতন করে তার সঙ্গে থাকা ১০ হাজার টাকা ও মোবাইল ফোন নিয়ে যায়। গাড়িটি গুলিস্তানে পৌঁছলে গাড়ির লোকজন তাকে অচেতন দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পুলিশ গিয়ে তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে ভর্তি করেন।

জেইউ/এমএএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।