তোবার মালিক জামিনে মুক্ত
জামিনে মুক্তি পেয়েছেন তোবা গ্রুপের মালিক দেলোয়ার। হাইকোর্ট থেকে পাওয়া জামিন আদেশের কাগজপত্র আসার পর মঙ্গলবার রাত ৮টায় দেলোয়ারকে ছেড়ে দেয়া হয় বলে ঢাকা কেন্দ্রীয় কারাগারের কারারক্ষক ফরমান আলী জানিয়েছেন।
বেতনের দাবিতে তোবা গ্রুপের পাঁচ কারখানার শ্রমিকদের আন্দোলনের মধ্যে ঈদের আগে গত ২৪ জুলাই হাইকোর্ট থেকে জামিন পান দেলোয়ার।
দেলোয়ারের মুক্তি ত্বরান্বিত করতে বেতন নিয়ে জটিলতা তৈরি করা হয়েছে দাবি করে পাওনা আদায়ে এক সপ্তাহের বেশি সময় ধরে বাড্ডায় কারখানা ভবনে অনশন করছেন তোবা গ্রুপের কারখানাগুলোর কর্মীরা।
২০১২ সালের নভেম্বরে আশুলিয়ার নিশ্চিন্তপুরে তাজরীন ফ্যাশনস লিমিটেড নামের পোশাক কারখানায় আগুনে ১২৪ শ্রমিক নিহত হওয়ার ঘটনায় হওয়া মামলায় তোবা গ্রুপের মালিক দেলোয়ারকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়।
তোবা গ্রুপের অধীন পাঁচটি প্রতিষ্ঠানের ১৬০০ কর্মী তিন মাসের বকেয়া বেতন-বোনাসের দাবিতে আজ মঙ্গলবার অষ্টম দিনের মতো অনশন করছেন। অনশনরত শ্রমিকদের দাবি, দেলোয়ার মুক্তি পেলে তাদের বেতন-ভাতা পরিশোধ হবে, মালিকপক্ষ এমন প্রতিশ্রুতি দিয়ে আসছিল। সে কারণে দেলোয়ারের মুক্তি দাবিতে তাদের দিয়ে মিছিলও করানো হয় বলে অভিযোগ রয়েছে।