গাজায় যুদ্ধ করতে গিয়ে বাংলাদেশি যুবক নিহত


প্রকাশিত: ০৩:২০ এএম, ০৬ আগস্ট ২০১৪

ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি হামলায় সিলেটের বিশ্বনাথের হামিদুর রহমান (২৩) নামের এক যুবক নিহত হয়েছেন।

তিনি গাজায় যুদ্ধ করতে গিয়ে গত বুধবার নিহত হয়েছেন বলে তার পরিবার জানিয়েছে। নিহত হামিদুর বিশ্বনাথ উপজেলার উত্তর মিরেরচর গ্রামের আবদুল হান্নানের ছেলে।

নিহতের চাচা আবদুল মনাফ বলেন, ‘হামিদুর দীর্ঘদিন ধরে স্বপরিবারে যুক্তরাজ্যের প্রস্টমাউথ শহরে বসবাস করছিল। দুই মাস আগে যুক্তরাজ্যের ১০ জনের একটি দলের সঙ্গে ফিলিস্তিনে যান। সেখানে সরাসরি ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধে অংশ নেন তিনি। তবে বিষয়টি প্রথমে আমাদের জানানো হয়নি।’

ঈদ-উল-ফিতরের দিন ইসরায়েলের হামলায় হামিদুর রহমান নিহত হয়। এরপর তার সঙ্গীরা ফোনে হামিদুর রহমানের পরিবারকে বিষয়টি জানায়। তার মৃত্যুতে কুলখানি করা হয়েছে বলে জানান আবদুল মনাফ।

মিরেরচর গ্রামের মতিউর রহমান সুমন বলেন, ‘আমাদের গ্রামের হামিদুর রহমান গাজায় যুদ্ধ করতে গিয়ে মারা গেছে বলে তার পরিবারের লোকজনের কাছ থেকে শুনেছি।’

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।