অ্যাডভোকেট হায়দার হত্যায় ৫ জনের ফাঁসি


প্রকাশিত: ০৭:৫৬ এএম, ১১ ফেব্রুয়ারি ২০১৫

ঝালকাঠিতে জামায়াতুল মুজাহিদিন বাংলাদেশ (জেএমবি) জঙ্গিদের হামলায় পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট হায়দার হোসেন হত্যা মামলায় পাঁচজনের ফাঁসির আদেশ দিয়েছেন আদালত।

বুধবার দুপুরে ঝালকাঠি অতিরিক্ত দায়রা ও জেলা জজ আদালতের বিচারক আব্দুল হালিম বুধবার এই আদেশ দেন।

দণ্ডপ্রাপ্ত জেএমবি সদস্যরা হলেন আমিনুল ওরফে আমির হোসেন, মেহেদী হাসান ওরফে তানভীর, মুরাদ হোসেন, বিল্লাল হোসেন ও ছগির হোসেন। এর মধ্যে শেষের দু`জন পলাতক রয়েছেন।

উল্লেখ্য, ২০০৭ সালের ১১ এপ্রিল রাত সাড়ে ৮টার দিকে ঝালকাঠি শহরের কবরস্থান মসজিদের পাশে সাবেক পিপি হায়দারকে গুলি করে হত্যা করে।

বিএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।