যুগ্মসচিব পদে রদবদল
বাংলাদেশ সমবায় ব্যাংক লিমিটেডের জিএম ধীরেন্দ্র চন্দ্র দাশ মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের যুগ্মসচিবসহ বেশ কয়েকটি বিভাগে যুগ্মসচিব পদে রদবদল করা হয়েছে।
জানা গেছে, জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের সদস্য মো. এনামুল হক স্থানীয় সরকার বিভাগের যুগ্মসচিব, জন্ম ও মৃত্যু নিবন্ধন প্রকল্পের উপ-প্রকল্প পরিচালক মো. শফিকুল ইসলাম বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (যুগ্মসচিব), বিএফআইডিসির জিএম মো. মাহবুব উল ইসলাম অর্থনৈতিক সম্পর্ক বিভাগের যুগ্মসচিব, ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের পরিচালক অমৃত বাড়ৈ বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (যুগ্মসচিব), বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ে যুগ্মসচিব হিসেবে বদলির আদেশাধীন গৌতম কুমার ঘোষ তথ্য মন্ত্রণালয়ের যুগ্মসচিব, ন্যাশনাল স্কিল ডেভেলপমেন্ট কাউন্সিলের চিফ এক্সিকিউটিভ অফিসার জীবন কুমার চৌধুরী বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (যুগ্মসচিব), মহিলা বিষয়ক অধিদপ্তরের প্রকল্প পরিচালক কাজী জেবুননেছা জ্বালানী ও খনিজ সম্পদ বিভাগের যুগ্মসচিব, ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের পরিচালক মো. ওয়াজেদ আলী বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (যুগ্মসচিব), জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (যুগ্মসচিব, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগে সংযুক্ত) সৈয়দা শাহানা বারী প্রবাসি কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের যুগ্মসচিব।
এছাড়া দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের পরিচালক চন্দ্রনাথ বসাক বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (যুগ্মসচিব), নিপোর্টের পরিচালক মো. মুনীর চৌধুরী বাণিজ্য মন্ত্রণালয়ের যুগ্মসচিব, প্রাথমিক শিক্ষা উন্নয়ন প্রকল্পের প্রকল্প পরিচালক ডা. মো. আব্দুল জলিল বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (যুগ্মসচিব), বাংলাদেশ বেতারের পরিচালক মো. জয়নাল আবেদীন মোল্লা পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের যুগ্মসচিব, বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশনের পরিচালক মো. শফিকুল ইসলাম প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের যুগ্মসচিব এবং জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত (যুগ্মসচিব, কৃষি মন্ত্রণালয়ে সংযুক্ত) কর্মকর্তা কাজী ওবায়দুর রহমান পানি সম্পদ মন্ত্রণালয়ের যুগ্মসচিব হিসেবে নিয়োগ পেয়েছেন।
টেম্পল বেইস্ট চাইল্ড এন্ড ম্যাস এডু. প্রোগ্রামের প্রকল্প পরিচালক স্বপন কুমার বড়ালকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (যুগ্মসচিব) হিসেবে নিয়োগপূর্বক ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (যুগ্মসচিব) মশিউর রহমানকে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়েছে।