ফেনীতে পেট্রলবোমা হামলা, আহত ১০


প্রকাশিত: ০৪:৪৩ পিএম, ১০ ফেব্রুয়ারি ২০১৫

ফেনী-নোয়াখালী সড়কের আমিরগাঁও এলাকায় বাসে পেট্রলবোমা হামলা করেছে দুর্বৃত্তরা। এতে বাসের ১০ যাত্রী আহত হয়েছেন। মঙ্গলবার রাত ৯ টার দিকে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, রাতে ফেনী থেকে নোয়াখালীগামী সুগন্ধা পরিবহনের একটি বাস দাগনভূঁঞার আমিরগাঁও নামকস্থানে পৌঁছালে মোটরসাইকেলে আসা অজ্ঞাত দুই যুবক বাসটিতে পেট্রলবোমা ছুঁড়ে পালিয়ে যায়। এ সময় বাসের ১০ যাত্রী গুরুতর আহত হন।




এসআরজে/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।