গোয়া পৌঁছেছেন প্রধানমন্ত্রী, লাল গালিচা সংবর্ধনা


প্রকাশিত: ০৫:৫৬ এএম, ১৬ অক্টোবর ২০১৬

‘ব্রিকস-বিমসটেক লিডারস আউটরিচ’ শীর্ষ সম্মেলনে যোগ দিতে ভারতের গোয়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ভারতীয় সময় বেলা পৌনে ১১টায় তাকে বহনকারী বিমানটি ভারতীয় নৌবাহিনীর ঘাঁটিতে অবতরণ করে।

বাংলাদেশের প্রধানমন্ত্রীকে সেখানে লাল গালিচা সংবর্ধনা দেয়া হয়।

শেখ হাসিনাকে অতিথি হিসেবে পেয়ে সম্মানিত বোধ করছেন বলে এক টুইটে জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বাংলা ও ইংরেজিতে দুটি টুইট করেছেন মোদি। বাংলায় লেখা টুইটে তিনি লিখেছেন, ‘প্রধানমন্ত্রী,শেখ হাসিনা,আমার আতিথিয়তা গ্রহণ করায় আমি সম্মানিত। ভারত এবং বাংলাদেশের সম্পর্ককে মজবুত করার জন্য আপনার ভূমিকাকে ধন্যবাদ জানাই।’

সংক্ষিপ্ত সফরে প্রধানমন্ত্রী ব্রিকস সম্মেলনে অংশগ্রহণ ছাড়াও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, থাইল্যান্ডের প্রধানমন্ত্রী প্রায়ুত চ্যান ওচা, ভুটানের প্রধানমন্ত্রী শেরিং টোবগে, নেপালের প্রধানমন্ত্রী পুষ্প কমল দহলের সঙ্গে দ্বিপক্ষীয় সাক্ষাতে মিলিত হবেন।

এসব সাক্ষাতে দ্বিপাক্ষিক বিভিন্ন বিষয় ছাড়াও গুরুত্ব পাবে আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন বিষয়।

বাসসের খবরে বলা হয়েছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার সফর সঙ্গীদের নিয়ে বাংলাদেশ বিমানের একটি ভিভিআইপি ফ্লাইট সকাল ৮টায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দর ত্যাগ করেন। এ সময় বিমান বন্দরে প্রধানমন্ত্রীকে বিদায় জানান মন্ত্রিপরিষদের সদস্যরা, সংসদ সদস্যরা ও সরকারি- বেসরকারি ঊর্ধ্বতন কর্মকর্তারা।
 
সোমবার (১৭ অক্টোবর) সকাল ৭টায় গোয়া নেভাল বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে রওনা দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বেলা পৌনে ১১টার সময় তার হযরত শাহজালাল আর্ন্তজাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে।

এনএফ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।