সম্পর্ক জোরদারের প্রতিশ্রুতি দিয়ে শি জিনপিংয়ের বিদায়


প্রকাশিত: ০৪:২২ এএম, ১৫ অক্টোবর ২০১৬
ফাইল ছবি

৩০ বছর পর চীনা কোনো প্রেসিডেন্ট হিসেবে গতকাল ঢাকায় পা রাখেন শি জিনপিং। ২২ ঘণ্টার ঝটিকা সফরে দেখা করেছেন বাংলাদেশের রাষ্ট্রপতি আব্দুল হামিদ, বৈঠক করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে। বাংলাদেশ ও চীনের মধ্যে ২৬টি দ্বিপাক্ষিক চুক্তি ও সমঝোতা স্মারক সই হয়েছে। প্রতিশ্রুতি দিয়েছেন দু’দেশের সম্পর্ক আরো জোরদারের।

শুক্রবার দুপুরের দিকে ঢাকায় পৌঁছানোর পর ব্যস্ত দিন পার করেছেন শি জিনপিং। শনিবার সকালে ঐতিহাসিক এ সফরের শেষ কর্মসূচি হিসাবে সাভারে জাতীয় স্মৃতিসৌধে গিয়ে একাত্তরে মুক্তিযুদ্ধে নিহতদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন তিনি।

শনিবার সকাল ৯টায় স্মৃতিসৌধে পৌঁছানোর পর সাড়ে ৯টা দিকে সেখান থেকে বের হন তিনি। এরপর সেখান থেকে সরাসরি বিমানবন্দরে পৌঁছান শি জিনপিং।

জিনপিংকে বিদায় জানাতে বিমানবন্দরে উপস্থিত হয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এরপর সকাল সোয়া ১০টার দিকে এয়ার চায়নার একটি বিশেষ ফ্লাইটে ভারতের  গোয়ার উদ্দেশে ঢাকা ত্যাগ করেন তিনি। সেখানে ব্রিকস সম্মেলনে যোগ দেবেন তিনি।

সকাল ১০টা ১০ মিনিটের দিকে বিমানের ভেতরে প্রবেশ করেন তিনি। বিমানে ওঠার আগে তাকে বিদায় জানাতে যারা এসেছিলেন তাদের উদ্দেশে হাত নাড়েন তিনি।   

শি জিনপিংয়ের ঐতিহাসিক এ সফর ঘিরে উচ্চাশা সৃষ্টি হয়েছিল দু’দেশেই।

 Jinping leaves Dhaka after 22-hour state visit

এনএফ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।