দ্বিপাক্ষিক বৈঠক শেষ : চুক্তি স্বাক্ষর চলছে


প্রকাশিত: ১০:৩১ এএম, ১৪ অক্টোবর ২০১৬

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের মধ্যকার দ্বিপাক্ষিক বৈঠকটি শেষ হয়েছে।

শুক্রবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে দুপুর ৩টায় বৈঠকটি শুরু হয়। শেষ হয় ৪ টা ১০ মিনিটে।

বিকেল ৪ টা ১৫ মিনিট থেকে প্রধানমন্ত্রীর কার্যালয়ে চীনের সঙ্গে বাংলাদেশের বিভিন্ন চুক্তি ও সমঝোতা স্মারক স্বাক্ষরের অনুষ্ঠান চলছে। এ সময় ২৬টি চুক্তি ও সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে দুই দেশ। পাশাপাশি ৬টি প্রকল্পের উদ্বোধন করা হয়।

চুক্তি স্বাক্ষরের পর শি জিনপিং চাইনিজ ভাষায় ১০ মিনিট বক্তব্য দেন। পরে একজন সেগুলো ইংরেজিতে অনুবাদ করেন। এরপরই প্রধানমন্ত্রী শেখ হাসিনা চুক্তি ও সমঝোতা স্মারক স্বাক্ষরের বিষয়ে ইংরেজিতে বক্তব্য রাখেন। তার বক্তব্যকেও চীনা ভাষায় অনুবাদ করা হয়।

এর আগে শুক্রবার সকাল পৌনে ১২টায় ২২ ঘণ্টার রাষ্ট্রীয় সফরে চীনের প্রেসিডেন্ট ঢাকায় আসেন। দুপুর পৌনে ৩টায় দ্বিপাক্ষিক বৈঠক ও চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত হতে প্রধানমন্ত্রীর কার্যালয়ে যান শি জিনপিং।

এআর/এইউএ/জেএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।