শাহজালালে স্বর্ণ পাচারকালে আটক ১


প্রকাশিত: ০২:১৩ এএম, ১০ ফেব্রুয়ারি ২০১৫

অভিনব কায়দায় মোবাইলফোনের কাভারে ভরে স্বর্ণ পাচারকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে একজনকে আটক করেছে বিমানবন্দর আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।

এসময় তার কাছ থেকে এক কেজি ২০০ গ্রাম স্বর্ণ উদ্ধার করা হয়। আটককৃতের নাম ইয়ার খান (৪৫)। বাড়ি গাজীপুরের কালিয়াকৈরে।

সোমবার রাত ১০টার দিকে তাকে বিমানবন্দরের ক্যানোপি এলাকা থেকে আটক করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন ‘এপিবিএন’-এর মিডিয়া অফিসার এএসপি তানজিনা আক্তার। তিনি জানান, সিঙ্গাপুর থেকে টাইগার এয়ারলাইন্সের টিআর২৬৫৬ ফ্লাইটটি রাত ৮টার দিকে শাহজালালে অবতরণ করে।

ইয়ারখান বিমানবন্দরের অভ্যর্থনা অংশে প্রবেশ করে কৌশলে ওই ফ্লাইটের এক যাত্রীর কাছ থেকে মোবাইল ফোনটি নিয়ে নেন। তারপর ওই যাত্রী কৌশলে ইয়ার খানের কাছ থেকে আলাদা হয়ে যান।

এসময় ইয়ার খানের গতিবিধি সন্দেহজনক হলে তাকে অনুসরণ করে এপিবিএনের গোয়েন্দা সদস্যরা। ক্যানোপি এলাকায় পৌঁছালে এপিবিএন সদস্যরা তার গতিরোধ করে তল্লাশি চালিয়ে ইয়ার খানের মোবাইল সেটের কাভারে এক কেজি দুইশ’ গ্রাম ওজনের ১২টি বার উদ্ধার করে।

আটককৃতকে এপিবিএন কার্যালয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। বিমানবন্দর থানায় তার বিরুদ্ধে একটি মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলেও জানান তিনি।

জেইউ/এআরএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।