৭২০ কোটি টাকা ব্যয়ে ৪ প্রকল্পের অনুমোদন


প্রকাশিত: ০৬:০৩ এএম, ০৫ আগস্ট ২০১৪

একনেক সভায় ৭২০ কোটি টাকা ব্যয়ে ৪ প্রকল্পের অনুমোদন দিয়েছে সরকার। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মঙ্গলবার রাজধানীর শেরেবাংলা নগরস্থ এনইসি সম্মেলন কক্ষে এই চার প্রকল্পের চূড়ান্ত অনুমোদন দেয়া হয়।

প্রকল্পের জন্য প্রাক্কলিত ৭২০ কোটির টাকার মধ্যে ৫৬৬ কোটি টাকা সরকারি খাত থেকে আসবে। অবশিষ্ট ১৫৪ কোটি টাকা প্রকল্প সাহায্য থেকে মেটানো হবে বলে জানা গেছে।

একনেক সভা শেষে পরিকল্পনা মন্ত্রী আ ন হ ম মুস্তফা কামাল সাংবাদিকদের এ তথ্য জানান।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।