বিজিবি পাহারায় চলেছে ৩৪ হাজার যানবাহন
বর্ডার গার্ড় বাংলাদেশ (বিজিবি) এর নিরাপত্তা পাহারা ও র্যাব-পুলিশের সহযোগিতায় শনিবার দেশের বিভিন্ন এলাকা হতে ৩৩,৪০৮টি যানবাহন চলাচল করেছে।
বিষয়টি নিশ্চিত করেছেন বিজিবি হেড কোয়াটারের জনসংযোগ কর্মকর্তা মহসিন রেজা। তিনি জানান, শনিবার সকাল ৬টা হতে সন্ধ্যা ৬টা পর্যন্ত ৩২,৬১৭টি বাস/ট্রাক/কাভার্ড ভ্যান চলাচল করেছে।
এছাড়াও পথিমধ্যে বিপুল সংখ্যক বাস ও পণ্যবাহী গাড়ী নিরাপত্তা বহরের সাথে যুক্ত হয়ে নিজ নিজ গন্তব্যস্থলে ছেড়ে গেছে।
বাস/ট্রাক/কাভার্ড ভ্যান চলাচলকারী রুট গুলো হচ্ছে কক্সবাজার-চট্টগ্রাম ৪১১টি, চট্টগ্রাম-কুমিল্লা-ঢাকা ৬,২৫৩টি, রাজশাহী-বগুড়া-বঙ্গবন্ধু সেতু-ঢাকা ৫,৮০৫টি, ঠাকুরগাঁও-দিনাজপুর-রংপুর-বঙ্গবন্ধু সেতু-ঢাকা ২,৯৩৩টি, সিলেট-ঢাকা ১,২১৬টি, ময়মনসিংহ-ঢাকা ৪১২টি, ফেনী-কুমিল্লা-ব্রাক্ষ্মণবাড়িয়া-ঢাকা ৩,৪২৭টি, খুলনা-সাতক্ষীরা-যশোর-দৌলতদিয়া-ঢাকা ১,৪৭২টি, যশোর/চুয়াডাঙ্গা-কুষ্টিয়া-লালনশাহ সেতু-ঢাকা ২,৫০০টি, বঙ্গবন্ধু সেতু-ঢাকা ১,১০৯টি, পাটুরিয়া-ঢাকা ১,৯০০টি, মাওয়া-ঢাকা ৩৫৫টি, কাঁচপুর ব্রিজ-ঢাকা ৪,৮২৪টি।
মহসিন রেজা আরও বলেন, বিজিবি, র্যাব ও পুলিশের নিরাপত্তা প্রহরায় শনিবার সকাল ৬টা হতে সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের বিভিন্ন স্থানে ৭৯১টি তেলবাহী ট্যাংকার চলাচল করেছে।
জেইউ/বিএ/আরআইপি