ডিসিসির পূর্ণাঙ্গ ভোটার তালিকা নেই নির্বাচন কমিশনে
ঢাকা সিটি করপোরেশন (ডিসিসি) নির্বাচন প্রসঙ্গে নির্বাচন কমিশনার মো. শাহ নেওয়াজ বলেছেন, ‘কমিশনের কাছে পূর্ণাঙ্গ কোনো ভোটার তালিকা বা সীমানা না থাকায় কমিশন এ ব্যাপারে এখনও কোনো সিদ্ধান্ত নেয়নি।’
তিনি বলেন, ‘সিটি করপোরেশন নির্বাচন স্থানীয় সরকার মন্ত্রণালয়ের নির্বাচন। তারা আগ্রহ না দেখালে বা দ্রুত কাজ না করলে আমাদের কিছু করার নেই।’
রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন সচিবালয়ে সোমবার দুপুরে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
শাহনেওয়াজ বলেন, ‘দক্ষিণ সিটি করপোরেশেনের ৫৭ নম্বর ওয়ার্ড এ সুলতানগঞ্জসহ কয়েকটি এলাকার নতুন সীমানা নির্ধারণ করে নির্বাচনী সীমানা নির্ধারণ করার জন্য অনেকদিন ধরে তাগিদ দিয়ে যাচ্ছে কমিশন। ডিসিসি উত্তরে সীমানা বর্ধিত করে কিছু এলাকা যোগ করা হচ্ছে। এ জন্য একটু সময় লাগছে।’
কমিশনার বলেন, ‘ঢাকা সিটি করপোরেশন (ডিসিসি উত্তর ও দক্ষিণ) নির্বাচন করতে সীমানা জটিলতা নিরসনের জন্য বার বার স্থানীয় সরকার মন্ত্রণালয়কে তাগিদ দিয়েও কোনো সাড়া পাওয়া যায়নি।’
কবে নাগাদ দুই ডিসিসির নির্বাচন হবে সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘নির্বাচন কমিশন যে কোনো সময় নির্বাচনের জন্য প্রস্তুত। সরকার বা স্থানীয় সরকার মন্ত্রণালয় উদ্যোগ নিলে আমরা দ্রুত নির্বাচন করতে পারব।’