তাজিয়া মিছিল ঘিরে থাকবে তিন স্তরের নিরাপত্তা


প্রকাশিত: ০৬:০৯ এএম, ০৬ অক্টোবর ২০১৬

পবিত্র আশুরা উপলক্ষে রাজধানীর পুরান ঢাকার হোসনি দালান থেকে এবার যে তাজিয়া মিছিল বের করা হবে তা ঘিরে তিন স্তরের ব্যবস্থা নিরাপত্তা থাকবে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার আছাদুজ্জামান মিয়া।

আছাদুজ্জামান মিয়া বলেন, হোসনি দালানের ইমাম বাড়াসহ যেসব স্থান থেকে তাজিয়া মিছিল বের হবে সেগুলোর জন্য সুদৃঢ়, নিরবিচ্ছিন্ন নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে।

বৃহস্পতিবার দুপুর পৌনে ১২টায় হোসনি দালানের নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শনে এসে এসব কথা বলেন তিনি।

আছাদুজ্জামান বলেন, চানখারপুলে, হোসনি দালানের মূল ফটকে ও ভেতরে, এই তিন স্থানেই তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। মেটাল ডিটেক্টর থাকবে। আর্চওয়ের ভেতর দিয়ে সবাইকে প্রবেশ করতে হবে। কেউ কোনো ধরনের ধারালো অস্ত্র কিংবা পোটলা (ছোট ব্যাগ) বহন করতে পারবেন না।

তিনি আরো বলেন, ‘আমরা হোসনি দালান ইমাম বাড়া কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছি। এবার যেন তলোয়ার, ছুরি নিয়ে কেউ মিছিলে আসতে না পারে, নিশানের উচ্চতাও এবার ১২ ফুটের বেশি হবে না।’

উল্লেখ্য, গত বছর হোসনি দালানে তাজিয়া মিছিলের প্রস্তুতির সময় মধ্যরাতে বোমা হামলায় দু’জন নিহত হন। আহত হন বেশ ক’জন।

মধ্যপ্রাচ্যভিত্তিক জঙ্গি সংগঠন আইএসের নামে ওই হামলার দায় স্বীকারের খবরও আসে গণমাধ্যমে। অবশ্য বাংলাদেশ সরকার ওই হামলার জন্য দেশীয় জঙ্গি সংগঠনকেই দায়ী করেছে।

জেইউ/এনএফ/এবিএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।