পরীক্ষা পেছানার সিদ্ধান্ত সন্ধ্যার পর


প্রকাশিত: ০৫:৩৩ এএম, ০৭ ফেব্রুয়ারি ২০১৫

বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোট আবারও টানা ৭২ ঘণ্টার হরতালের ডাক দেওয়ায় রোববার ও মঙ্গলবারের এসএসসি ও সমমানের পরীক্ষা পেছানোর নিদ্ধান্ত শনিবার সন্ধ্যার পর নেওয়া হবে বলে শিক্ষা মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে।

রোববার সকালে আট সাধারণ বোর্ডে ইংরেজি আবশ্যিক প্রথম পত্র; মাদ্রাসা বোর্ডে আরবি প্রথম পত্র এবং কারিগরি বোর্ডে গণিত বিষয়ের পরীক্ষা রয়েছে।

আর মঙ্গলবার আট সাধারণ বোর্ডে ইংরেজি দ্বিতীয় পত্র; মাদ্রাসা বোর্ডে আরবি দ্বিতীয় পত্র এবং কারিগরি বোর্ডে বাংলাদেশ ও বিশ্ব পরিচয়-২ ও সামাজিক বিজ্ঞান-২ বিষয়ের পরীক্ষা রয়েছে।

এদিকে চলমান অনির্দিষ্টকালের অবরোধের মধ্যেই শনিবার দেশব্যাপী চলছে এসএসসি ও সমমানের দ্বিতীয় দিনের পরীক্ষা। সকাল ১০টা থেকে পরীক্ষা শুরু হয়ে চলবে দুপুর ১টা পর্যন্ত।

এর আগে হরতালের কারণে গত বুধবারের পরীক্ষা দুটি পিছিয়ে শনিবার দিন নির্ধারণ করে শিক্ষা মন্ত্রণালয়।

বিএ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।