নিহতদের পরিবারকে টাকা দেওয়ার ঘোষণা
মাওয়া-কাওড়াকান্দি নৌপথে যাত্রীবাহী লঞ্চ ডুবির ঘটনায় বরাবরের মতো তদন্ত কমিটি গঠন এবং নিহতদের পরিবারকে ২০ হাজার করে টাকা দেওয়ার ঘোষণা দেওয়া হয়েছে। এছাড়া নৌ-পরিবহন মন্ত্রী শোক প্রকাশ করেছেন।
এ ঘটনায় নৌ-পরিবহন মন্ত্রণালয় ও সমুদ্র পরিবহন অধিদফতর থেকে দুটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত শেষে ওই দুই কমিটিকে আগামী ১০ কার্য দিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
নৌ-পরিবহন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব নূর-উর রহমানকে প্রধান করে সাত সদস্যের একটি ও সমুদ্র পরিবহন অধিদফতরের ইঞ্জিনিয়ার অ্যান্ড শিপ সার্ভেয়ার এ্যান্ড এক্সামিনার এস এম নাজমুল হককে প্রধান করে সোমবার বিকেলে চার সদস্যের অপর একটি তদন্ত কমিটি গঠন করা হয়।
এদিকে পদ্মায় লঞ্চডুবিতে প্রাণহানীর ঘটনায় শোক প্রকাশ করেছেন নৌ-পরিবহন মন্ত্রী শাজাহান খান। এছাড়া লঞ্চ ডুবির ঘটনায় প্রত্যেক নিহতের পরিবারকে স্থানীয় জেলা প্রশাসকের মাধ্যমে দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের পক্ষ থেকে তাৎক্ষনিক ২৫ হাজার টাকা করে দেওয়ার ঘোষণা দেওয়া হয়েছে। পরে নৌ-মন্ত্রণালয়ের পক্ষ থেকে আরও ১ লাখ টাকা করে দেওয়া হবে হবে ঘোষণা দেন নৌমন্ত্রী।