ক্যাডেট কলেজ আইন ২০১৬ উত্থাপিত


প্রকাশিত: ০৩:৫২ পিএম, ০৫ অক্টোবর ২০১৬

ক্যাডেট কলেজ আইন ২০১৬ নামে একটি বিল উত্থাপিত হয়েছে জাতীয় সংসদে। সংসদকার্যে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী  আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক বুধবার বিলটি উত্থাপন করেন।

তবে বিলটি উত্থাপনের আগে জাতীয় পার্টির ফখরুল ইমাম আপত্তি জানালে তা কণ্ঠভোটে নাকচ হয়ে যায়। বাংলাদেশে ক্যাডেট কলেজ সম্পর্কিত বিদ্যমান আইন রহিত করে তাতে কিছু সংশোধনীসহ এই নতুন বিলটি আনা হয়েছে।  

বিলটি পরীক্ষা নিরীক্ষা করে সংসদে রিপোর্ট দেয়ার জন্য প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে পাঠানো হয়েছে।
 
এইচএস/এসএইচএস/এবিএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।