খাদিজাকে দেখতে স্কয়ার হাসপাতালে সাংসদ সাবিনা আক্তার


প্রকাশিত: ০২:০৪ পিএম, ০৫ অক্টোবর ২০১৬

সিলেট সরকারি মহিলা কলেজের ছাত্রী খাদিজা আক্তার নার্গিসকে দেখতে বুধবার বিকেলে রাজধানীর স্কয়ার হাসপাতালে যান সরকার দলীয় সাংসদ সাবিনা আক্তার তুহিন। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক স্ট্যাটাসে  তিনি লেখেন, ‘খাদিজার ওপর হামলাকারী বদরুল আলমকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যু নিশ্চিত করলে নারী সমাজ শান্তি পাবে।’

স্ট্যাটাসে তিনি লেখেন, ‘নরপশু বদরুলের আঘাতে ক্ষতবিক্ষত গুরুতর অসুস্থ খাদিজাকে দেখতে স্কয়ারে এসে ওই নরপশুর ওপর ভীষণ ঘৃণা হচ্ছে। মানুষ কত জঘন্য নির্মম হতে পারে নিজ চোখে না দেখলে বোঝা যাবে না। হারামিটাকে কুপিয়ে কুপিয়ে মারলে শান্তি পাবো।’

‘বাবা-মায়ের একমাত্র আদরের দুলালী আজ লাইফ সাপোর্টে ধিক্কার জানাই এ ধরনের জঘন্য মনমানুষিকতাকে। শেখ হাসিনার বাংলায় এসব পশুদের ঠাঁই নেই। হারামিটা গণধোলাই খেয়ে পুলিশের কাছে ধরা পড়েছে এবার ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যু নিশ্চিত হলেই আমরা নারী সমাজ শান্তি পাবো।’

তার সঙ্গে সাবেক সাংসদ অপু উকিলও ছিলেন।

এমইউ/জেএইচ/এবিএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।