মন্ত্রিপরিষদ বিভাগে আরও এক সচিব নিয়োগ


প্রকাশিত: ০৩:২৫ পিএম, ০৪ আগস্ট ২০১৪

মন্ত্রিপরিষদ বিভাগে আরও একটি সচিবের পদ সৃষ্টি করে সেখানে একজন ভারপ্রাপ্ত সচিব নিয়োগ দেওয়া হয়েছে। মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব মো. নজরুল ইসলাম ভারপ্রাপ্ত সচিব (সমন্বয় ও সংস্কার) হিসেবে নিয়োগ পেয়েছেন।

জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে সোমবার এ সংক্রান্ত একটি আদেশ জারি করা হয়েছে। নজরুল ইসলাম এ বিষয়ে  বলেন, ‘মন্ত্রিপরিষদ বিভাগের কাজের পরিধি বেড়েছে। সেগুলো দেখার বিষয় আছে। কিছুদিন আগে ২৫ হাজার সরকারি ওয়েবসাইট উদ্বোধন করা হয়েছে। আমাদের ই-গর্ভনেস, জাতীয় শুদ্ধাচার কৌশল নিয়ে কাজ করতে হয়। আন্তঃমন্ত্রণালয় সমন্বয়ের বিষয়টি আরও জোরদার করতে হবে। এ সব নিয়েই আমি কাজ করবো।’

তিনি বলেন, ‘আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়, প্রধানমন্ত্রীর কার্যালয়ে একাধিক সচিবের পদ রয়েছে। ভারতে মন্ত্রিপরিষদ বিভাগে তিনজন সচিব রয়েছেন। তারা আলাদা আলাদা কাজ করে থাকেন। আমরাও নতুন একটি বিষয় শুরু করলাম।’

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।