শিশুশূন্য শিশু প্রহর


প্রকাশিত: ১২:১৯ পিএম, ০৬ ফেব্রুয়ারি ২০১৫

বই মেলায় সবাই থাকবে আর শিশুরা থাকবে না তা কী হয়? আর এ কারণেই  বই মেলায় শুক্রবার প্রথম আয়োজন করা হয় শিশু প্রহরের। কিন্তু শিশুপ্রহর হলেও মেলায় নেই শিশুরা। অনেকের ধারনা প্রচারনার অভাব ও বাণিজ্য মেলা থাকায় জমেনি শিশু প্রহর।

সরেজমিনে জানা গেছে, মেলায় আগত অনেক দর্শনার্থীরাই জানে না শিশুপ্রহরের কথা।এমন কি অনেক বিক্রয় প্রতিনিধিরাও জানে না যে আজ শিশুপ্রহর চলছে। বিশিষ্ট শিশু সাহিত্যক আলী ইমাম বলেন, মেলা ঘুরে আমার মনে হল অনেকেই জানে না আজ শিশু প্রহর।

তিনি আরও বলেন, শিশুপ্রহর নিয়ে ব্যবস্থাপনার কিছু ত্রুটি রয়েছে। তারা ঠিকমত হয়তো মানুষের কাছে শিশুপ্রহরের খবরটা পৌঁছে দিতে পারেনি। মেলায় আশা সুশ্রী দেবীর কাছে প্রশ্ন করেছিলাম দিদি আজ মেলার শিশুপ্রহর জানেন, তিনি একথায় উত্তর দিলেন `না`। তিনি বলেন, বাচ্চাকে নিয়ে এসেছি বই কেনার জন্য, শিশুর জন্য গল্পের বই কিনব। বাচ্চা শিশু শ্রেণীর বলে মজার মজার গল্পের ও কার্টুন বই কিনব।

মেলায় কথা হয় বাংলাদেশ শিশু একাডেমির বিক্রয় প্রতিনিধি কামালের সঙ্গে, তিনি বলেন, আজ শিশুপ্রহর হলেও মেলায় শিশুরা নেই। কারণ প্রচারণার অভাবে অনেকেই জানতো না আজ শিশুপ্রহর। তিনি বলেন, শিশুপ্রহরের ব্যাপারটি ভালোভাবে প্রচার করার দরকার ছিল। তবে তিনি বলেন বিকালে মেলায় অনেক বেশি ভিড় হয়েছে। এখানে প্রাপ্ত বয়স্করা বেশি ছিল। শিশুরা না থাকলেও আজ কিন্তু মেলা জমজমাট হয়েছে।

আরকে/এএইচ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।