৮ মাসে ৪৬ কি.মি. অবৈধ গ্যাস লাইন বিচ্ছিন্ন


প্রকাশিত: ১২:৪৯ পিএম, ০৪ অক্টোবর ২০১৬

চলতি বছরের জানুয়ারি থেকে আগস্ট পর্যন্ত তিতাস গ্যাস অধিভুক্ত এলাকায় ৪৬ কিলোমিটার অবৈধ লাইন ও প্রায় ২৬ হাজার ৯৮৩টি বার্নারের অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। মঙ্গলবার জাতীয় সংসদে নরসিংদী-২ আসনের এমপি কামরুল আশরাফ খানের তারকা চিহ্নিত প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।

প্রতিমন্ত্রী বলেন, গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানিগুলো গঠিত ভিজিল্যান্স টিম নিয়মিত অবৈধ সংযোগ বিচ্ছিন্নকরণ কর্মসূচি সম্পন্ন করে আসছে। চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৩১ আগস্ট পর্যন্ত তিতাস গ্যাস অধিভুক্ত এলাকায় পরিচালিত ৩৭টি অভিযানের মাধ্যমে ৪৬ কিলোমিটার অবৈধ বিতরণ লাইন ও প্রায় ২৬ হাজার ৯৮৩টি বার্নারের অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে।

তিনি আরো বলেন, বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানির অধিভুক্ত এলাকায় গত আগস্ট মাসের অভিযানে ৯টি অবৈধ লাইন উচ্ছেদ ও ২টি অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। এছাড়া কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানির অধিভুক্ত এলাকায় গত আগস্ট মাসে পরিচালিত অভিযানের মাধ্যমে ২টি অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে।
 
এইচএস/আরএস/এবিএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।