কৌশলে দায় এড়ালো ছাত্রলীগ


প্রকাশিত: ১১:৪৬ এএম, ০৪ অক্টোবর ২০১৬

সিলেট সরকারি মহিলা কলেজের ছাত্রী খাদিজা আক্তার নার্গিসকে (২৩) কুপিয়ে জখম করা অভিযুক্ত বদরুল ছাত্রলীগের সদস্য হলেও সে এখন ছাত্রলীগের কেউ নয় বলে জানিয়েছে সংগঠনটি।

মঙ্গলবার দুপুরে রাজধানীর স্কয়ার হাসপাতালে আহত কলেজছাত্রী খাদিজাকে দেখতে এসে বাংলাদেশ ছাত্রলীগের সাধারণ সম্পাদক জাকির হোসেন বলেন, ‘অভিযুক্ত বদরুল আলম এখন ছাত্রলীগের কেউ নয়। কারো ব্যক্তিগত দায় ছাত্রলীগ নেবে না।’

তিনি বলেন, অভিযুক্ত বদরুল আলম সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সহ-সম্পাদক ছিল। কিন্তু সে ছাতকের আলহাজ আয়েজুর রহমান উচ্চ বিদ্যালয়ে শিক্ষক পদে চাকরি করত। ছাত্রলীগের গঠনতন্ত্র অনুযায়ী, কেউ যদি চাকরি করে অথবা বিয়ে করে তাহলে সে ছাত্রলীগের ওই পদে আর থাকবে না। গঠনতন্ত্র অনুযায়ী তার পদ এমনিতেই বাতিল হয়ে যাবে। সুতরাং সে এখন ছাত্রলীগের কেউ নয়।
 
ছাত্রলীগ নেতার স্কয়ারে আসার কারণ জানতে চাইলে তিনি বলেন, আমি এসেছি আহত ছাত্রী খাদিজাকে দেখার জন্য। তার চিকিৎসার ব্যাপারে যা করা প্রয়োজন তাই করব। এ ধরনের ঘটনায় জড়িত ব্যক্তির দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।

এর আগে সোমবার বিকেলে সিলেটের এমসি কলেজে বিএ (পাস) পরীক্ষা দিতে এসে এই হামলার শিকার হন খাদিজা। এ ঘটনায় হামলাকারী বদরুলকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে জনতা। গুরুতর আহত খাদিজা স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন।

এআর/জেএইচ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।