অপারেশন চলছে খাদিজার


প্রকাশিত: ১১:৪১ এএম, ০৪ অক্টোবর ২০১৬

রাজধানীর স্কয়ার হাসপাতালের ইনটেনসিভ কেয়ার ইউনিটে (আইসিইউ) চিকিৎসাধীন সিলেট সরকারি মহিলা কলেজের ছাত্রী খাদিজা আক্তার নার্গিসকে অপারেশন করে বাঁচানোর চেষ্টা চালাচ্ছেন চিকিৎসকরা।

মঙ্গলবার বিকেলে লাইফ সাপোর্টে থাকা খাদিজাকে অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়া হয়েছে বলে জানিয়েছেন স্কয়ার হাসপাতালের ইন্টারনাল মেডিসিন অ্যান্ড ক্রিটিক্যাল কেয়ার বিভাগের অধ্যাপক ডা. মীর্জা নিজামউদ্দিন।

তিনি জানান, তিনজন বিশেষজ্ঞ চিকিৎসক খাদিজার অপারেশন করছেন। লাইফ সাপোর্ট ও ভেন্টিলেশনের মাধ্যমে অপারেশন করা হবে। ২ ঘণ্টা আগে অপারেশন থিয়েটারে নেয়া হয়েছে। আর ১ ঘণ্টা সময় লাগতে পারে বলে চিকিৎসকরা জানিয়েছেন।

তিনি বলেন, খাদিজাকে যে ধারালো অস্ত্র দ্বারা কোপানো হয়েছে তা মাথার খুলি ভেদ করে মগজে গিয়ে আঘাত করেছে। সে হাত দিয়ে প্রতিরোধ করার চেষ্টা করায় তার হাতেও আঘাতের চিহ্ন আছে। তার শারীরিক অবস্থা খুবই খারাপ।

এআর/এইউএ/এসএইচএস/এবিএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।