উত্তরায় স্মার্টকার্ড বিতরণের সময়সূচি


প্রকাশিত: ০৯:২২ এএম, ০৩ অক্টোবর ২০১৬

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ১নং ওয়ার্ডের নাগরিকদের মাঝে স্মার্টকার্ড বিতরণ সোমবার থেকে শুরু হয়েছে। উত্তরা হাইস্কুল অ্যান্ড কলেজে প্রথম দিন (৩ অক্টোবর) স্মার্টকার্ড বিতরণ করা হচ্ছে উত্তরার ১ ও ২ নং সেক্টরের নাগরিকদের মাঝে।

৪ অক্টোবর একই স্থানে সকাল ৯টা থেকে বিতরণ করা হবে সেক্টর-১০ ও রানাভোলার (ডিসিসি অংশে) নাগরিকদের মাঝে।

উত্তরা হাইস্কুল অ্যান্ড কলেজ ভেন্যুতে উত্তরার প্রায় সব সেক্টরের নাগরিকদের স্মার্টকার্ড বিতরণ করা হবে। ভেন্যু একই থাকবে, তবে বিভিন্ন তারিখে ভিন্ন ভিন্ন সেক্টরের নাগরিকদের মাঝে স্মার্টকার্ড দেয়া হবে।

উত্তরায় স্মার্টকার্ড বিতরণে সেক্টরভিক্তিক তারিখ নিম্নরূপ:
দলিপাড়া ( ডিসিসি অংশ), আহলিয়া ( ডিসিসি অংশ) ৫ অক্টোবর। ৬ অক্টোবর উত্তরা মডেল টাউন সেক্টর-৮। উত্তরা মডেল টাউন সেক্টর-৯ (পুরুষ) ৭ অক্টোবর। উত্তরা মডেল টাউন সেক্টর-৯ (নারী) ৮ অক্টোবর। উত্তরা মডেল টাউন সেক্টর-৬ (পুরুষ) ৯ অক্টোবর। উত্তরা মডেল টাউন সেক্টর-৬ (নারী) ১০ অক্টোবর। উত্তরা মডেল টাউন সেক্টর-৩ (পুরুষ) ১৩ অক্টোবর। উত্তরা মডেল টাউন সেক্টর-৩ (নারী) ১৪ অক্টোবর। উত্তরা মডেল টাউন সেক্টর-৪(পুরুষ) ১৫ অক্টোবর। উত্তরা মডেল টাউন সেক্টর-৪ (নারী) ১৬ অক্টোবর। উত্তরা মডেল টাউন সেক্টর-৫ (পুরুষ) ১৭ অক্টোবর। উত্তরা মডেল টাউন সেক্টর-৫ (মহিলা) ১৮ অক্টোবর। উত্তরা মডেল টাউন সেক্টর-৭ (পুরুষ) ১৯ অক্টোবর। উত্তরা মডেল টাউন সেক্টর-২০ (মহিলা) ২০ অক্টোবর। আব্দুল্লাহপুর (পুরুষ) ২১ অক্টোবর, আব্দুল্লাহপুর (মহিলা) ২২ অক্টোবর।

এএস/এআরএস/এবিএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।