ঠাকুরগাঁওয়ে সরকারি কর্মকর্তারা পেলেন ট্যাবলেট পিসি
ঠাকুরগাঁওয়ে সরকারের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের ট্যাবলেট পিসি দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার সকালে ঠাকুরগাঁও জেলার পুলিশ সুপার, সিভিল সার্জন, এলজিডি, গণপূর্ত, খাদ্য বিভাগ, কৃষি বিভাগ, ভূমি, সমাজসেবা, কৃষি, পল্লী উন্নয়ন, মৎস্য, থানা, জনস্বাস্থ্য, পরিবার পরিকল্পনাসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের মধ্যে এই ট্যাবলেট পিসি দেওয়া হয়।
ঠাকুরগাঁও জেলা প্রশাসক মূকেশ চন্দ্র বিশ্বাস এ পিসি তুলে দেন। এসময় জেলা পুলিশ সুপার আব্দুর রহিম শাহ চৌধুরী, সিভিল সার্জন নজরুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মঞ্জুর আলম প্রধান, অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব আব্দুল ওয়াহেদ সহ বিভিন্ন সরকারি কর্মকর্তা উপস্থিত ছিলেন।
জেলা প্রশাসক মূকেশ চন্দ্র বিশ্বাস বলেন, ডেভেলপমেন্ট অব ন্যাশনাল আইসিটি ইনফ্রা নেটওয়ার্ক ফর বাংলাদেশ গভর্নমেন্ট ফেজ-২ (ইনফো-সরকার) প্রকল্পের আওতায় জেলা পর্যায়ের কর্মকর্তাদের মধ্যে ট্যাবলেট পিসি দেওয়া হলো। এতে ওই দপ্তরের সব প্রতিবেদন খুব দ্রুত তৈরি ও ইন্টারনেটের মাধ্যমে পাঠানো সহজ হবে।
এমএএস/পিআর