বেসিক ব্যাংকের দুর্নীতিবাজদের নাম প্রকাশ করলেন অর্থমন্ত্রী


প্রকাশিত: ১২:১৬ পিএম, ০২ অক্টোবর ২০১৬

রাষ্ট্র মালিকাধীন বেসিক ব্যাংকের টাকা জালিয়াতির সঙ্গে জড়িত ব্যক্তি এবং প্রতিষ্ঠানের নাম প্রকাশ করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

জাতীয় সংসদে রোববার প্রশ্নোত্তর পর্বে সেলিম উদ্দিনের (সিলেট-৫) তারকা চিহ্নিত প্রশ্নের জবাবে এ তথ্য জানান মন্ত্রী।

মন্ত্রীর দেওয়া তালিকা অনুযায়ী প্রাথমিকভাবে দুর্নীতি দমন কমিশন কর্তৃক অভিযুক্ত ব্যক্তিরা হলেন ব্যাংকের ২৭ জন কর্মকর্তা। এছাড়া ৫৬টি প্রতিষ্ঠান রয়েছে। আর সার্ভেয়ার প্রতিষ্ঠান হল ৮টি।

প্রসঙ্গত, প্রায় সাড়ে তিন হাজার কোটি টাকার ঋণ কেলেঙ্কারিতে সংকটে পড়েছে রাষ্ট্রীয় মালিকানাধীন বেসিক ব্যাংক। সরকার গঠিত পরিচালনা পর্ষদ কোনো কিছুর তোয়াক্কা না করেই ইচ্ছামতো হাজার হাজার কোটি টাকা ঋণ দিয়েছে। কোনো আইন বা বিধিমালা নয়, বেসিক ব্যাংকে পরিচালনা পর্ষদই সর্বেসর্বা হিসেবে কাজ করে।

List
list
list

list
list

এইচএস/জেএইচ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।