মহররমের মিছিলে ছুরি বল্লম দা-তলোয়ার নিষিদ্ধ


প্রকাশিত: ১০:০০ এএম, ০২ অক্টোবর ২০১৬

আসন্ন মহররম মাসের মিছিলগুলোতে ছুরি, বল্লম, দা ও তলোয়ারের ব্যবহার নিষিদ্ধ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। সবার নিরাপত্তার বিষয়টি মাথায় রেখে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া।

রোববার ডিএমপি হেডকোয়ার্টার্সে অনুষ্ঠিত পবিত্র মহররম মাসের আশুরা উদযাপন ও তাজিয়া মিছিল উপলক্ষে আইন-শৃঙ্খলা বাহিনীর সমন্বয় সভায় তিনি একথা বলেন।

কমিশনার বলেন, হোসনি দালান, কারবালা, বিবি-কারওজাসহ রাজধানীর যেখানে আশুরার অনুষ্ঠান হয়, সেখানে সিসিটিভি স্থাপন করতে হবে, প্রবেশমুখে আর্চওয়ে স্থাপন করে পুলিশ ও স্বেচ্ছাসেবকদের সমন্বয়ে হ্যান্ডমেটাল ডিটেক্টর দিয়ে চেক করে সবাইকে প্রবেশ করাতে হবে। কোনো ক্রমেই কাউকে ব্যাগ, টিফিন বক্স, প্রেসার কুকার নিয়ে ভিতরে প্রবেশ করতে দেয়া যাবে না। পাইকরা দৌড়ে সরাসরি অনুষ্ঠানের ভিতরে প্রবেশ করতে পারবে না এবং ছুরি, বল্লম, দা ও তলোয়ার নিয়ে মিছিল করতে পারবে না।

হোসনি দালান থেকে বের হওয়া মিছিলটিতে অতীতে দা, কাঁচি, ছুরি বল্লম এবং শিকল দিয়ে বেঁধে বের হতো পাইকরা।
 
ডিএমপি কমিশনার আরো বলেন, নিরাপত্তার জন্য কোনো ছাড় দেয়া যাবে না। নিরাপত্তার স্বার্থে রাজধানীর জন্য নির্ধারিত রুটে নির্দিষ্ট সময়ের মধ্যে তাজিয়া মিছিল শেষ করতে হবে। এক এলাকার মিছিল নিয়ে অন্য এলাকায় যাওয়া যাবে না। মিছিলে নিশান, পাঞ্জা ব্যবহারের জন্য ১২ ফিটের বেশি উচ্চতা বিশিষ্ট কোনো লাঠি বা বাঁশ ব্যবহার করা যাবে না। কোনো প্রকার আতশবাজি ও পটকা ফোটানো যাবে না।

প্রত্যেক মিছিলে এবং অনুষ্ঠানে অবশ্যই পর্যাপ্ত স্বেচ্ছাসেবক নিয়োগ করতে হবে এবং প্রত্যেককে আর্মব্যান্ড বা কটি বা জ্যাকেট দিয়ে চিহ্নিত করতে হবে, যাতে সহজেই তাদের চেনা যায়। তারা মিছিলে বহিরাগতদের চিহ্নিত করে তাদের অনুপ্রবেশ বন্ধে কাজ করবে বলে জানান কমিশনার।
 
সমন্বয় সভায় রাজধানীর বিভিন্ন এলাকার আশুরা উৎসব সংক্রান্ত কমিটির প্রতিনিধি, ডিজিএফআই, এসবি, পুলিশ হেডকোয়ার্টার্স, ঢাকা দক্ষিণ ও উত্তর সিটি কর্পোরেশনের প্রতিনিধিসহ ডিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
 
এআর/জেএইচ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।