‘জঙ্গিবাদ গোড়া থেকে নির্মূল করতে হবে’


প্রকাশিত: ০৯:১২ এএম, ০২ অক্টোবর ২০১৬

সুশাসনের জন্য নাগরিক (সুজন) সম্পাদক ড.বদিউল আলম মজুমদার বলেছেন, জঙ্গিবাদ একটি রোগ। এটিকে গোড়া থেকে নির্মূল করতে পারলে তবেই একটি সুন্দর সম্প্রীতির বাংলাদেশ গড়া সম্ভব।

রোববার রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে আন্তর্জাতিক অহিংস দিবস উপলক্ষে সুজন আয়োজিত এক মানববন্ধনে তিনি এসব কথা বলেন।

এসময় জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদ মোকাবেলায় সবাইকে ঐক্যবদ্ধ থাকারও আহ্বান জানান তিনি।

বদিউল আলম মজুমদার বলেন, আমাদের সহিংস না হয়ে গান্ধীর নীতি অবলম্বন করতে হবে। তার নীতি অনুযায়ী শান্তির পথ খুঁজতে হবে। তাহলেই সকল অন্ধকার দূর হবে।

বুড়িগঙ্গা বাঁচাও আন্দোলনের সম্পাদক মিহির বিশ্বাস বলেন, বিশ্বজুড়ে এখন হিংসার রাজনীতি চলছে। এতে সামাজিক ও রাষ্ট্রীয় সম্প্রীতি বিনষ্ট হচ্ছে। হিংসা ভুলে ঐক্যের মাধ্যমে সমাজ গড়তে হবে। জ্ঞান এবং বুদ্ধির চর্চা করতে হবে।

মানববন্ধনে সংগঠনের অন্য নেতারা উপস্থিত ছিলেন।

এএস/এমএমজেড/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।