এমপিওভুক্তির দাবি বেসরকারি কলেজ অনার্স-মাস্টার্স শিক্ষক পরিষদের


প্রকাশিত: ১০:০৮ এএম, ৩০ সেপ্টেম্বর ২০১৬

জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভুক্ত অনার্স ও মাস্টার্স শ্রেণির পাঠদানরত শিক্ষকদের প্রচলিত জনবল কাঠামো পরিবর্তন করে এমপিওভুক্তির দাবি জানিয়েছে বাংলাদেশ বেসরকারি কলেজ অনার্স-মাস্টার্স শিক্ষক পরিষদ।

শুক্রবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত সংবাদ সম্মেলন ও বর্ধিত সভায় এ দাবি জানানো হয়।

শিক্ষক নেতৃবৃন্দরা বলেন, বেসরকারি কলেজে অনার্স ও মাস্টার্স শ্রেণিতে বৈধভাবে নিয়োগপ্রাপ্ত শিক্ষকদের এমপিওভুক্তি ও জাতীয়করণকৃত কলেজে এইসব শিক্ষককে সরকারি সুযোগ সুবিধা প্রদানের জন্য দীর্ঘদিন ধরে জোরদাবি জানিয়ে আসছি। এমপিওভুক্ত বেসকরকারি কলেজে অন্যান্য শিক্ষকের মত বৈধভাবে নিয়োগপ্রাপ্ত হয়েও অনার্স ও মাস্টার্স শ্রেণির বেতন ভাতা ও আনুষঙ্গিক সুযোগ সুবিধা থেকে বঞ্চিত।

তারা বলেন, এই সব শিক্ষকদের বেতন ভাতা কলেজ কর্তৃপক্ষের হাতে ছেড়ে দেওয়ার ফলে কলেজ কর্তৃপক্ষ তাদের বছরের পর বছর ধরে বেতনবিহীন, নামমাত্র বেতন ও আংশিক বেতনে খাটাচ্ছে। বৈধভাবে নিয়োগপ্রাপ্ত এইসব শিক্ষককে ১৯৯৩ সাল থেকে আজ পর্যন্ত প্রচলিত জনবল কাঠামোয় অন্তর্ভুক্ত না করায় তদের এমপিওভুক্ত করা হয়নি। ফলে তারা সরকারি সুবিধা থেকে বঞ্চিত হয়ে আসছে।

কাজী ফারুকের সভাপতিত্বে সংবাদ সম্মেলনে পরিষদের সাধারণ সম্পাদক কাজী কামরুজ্জামানসহ বাংলাদেশ বেসরকারি কলেজ অনার্স-মাস্টার্স শিক্ষক পরিষদের অন্যান্য শিক্ষক নেতারা উপস্থিত ছিলেন।

এএস/এআরএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।