পরীক্ষায় বিজিবি ও রেলওয়েতে আনসার চেয়ে চিঠি
এসএসসি ও সমমানের পরীক্ষায় বিজিবি ও রেলওয়েতে অতিরিক্ত আনসার চেয়ে সংশ্লিষ্ঠ দফতরে চিঠি দেওয়া হয়েছে। পরীক্ষা শেষ না হওয়া পর্যন্ত রাজধানীর নিরাপত্তায় অতিরিক্ত বিজিবি চেয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে বিজিবি মহাপরিচালক বরাবর চাহিদাপত্র পাঠিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার।
অন্যদিকে, সারাদেশে রেলে নাশকতা প্রতিরোধে অতিরিক্ত আনসার সদস্য মোতায়েনের জন্য বাংলাদেশ রেলওয়ে থেকে আনসার মহাপরিচালকের কাছে চাহিদাপত্র পাঠানো হয়েছে।
চাহিদাপত্র অনুযায়ী, রাজধানীতে আরও অতিরিক্ত ২২ প্লাটুন বিজিবি সদস্য এবং সারাদেশের রেলওয়েতে অতিরিক্ত ২০০ আনসার সদস্য মোতায়েনের জন্য সংশ্লিষ্ট বাহিনীর মহাপরিচালকদের কাছে চাহিদাপত্র পাঠানো হয়েছে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব মো. হাবিবুর রহমান বলেন, নির্বিঘ্নে এসএসসি পরীক্ষা, অর্থনৈতিক কর্মকান্ড স্বাভাবিক, জনগণের জানমালের নিরাপত্তা এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার স্বার্থে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে অতিরিক্ত বিজিবি ও আনসার সদস্য মোতায়েনের জন্য নির্দেশ দেওয়া হয়েছে।
এ ব্যাপারে বিজিবি সদর দফতরের জনসংযোগ কর্মকর্তা মোহসিন রেজা জাগোনিউজকে বলেন, কয়েকদিন আগে হরতালের কারণে এসএসসি পরীক্ষা পিছিয়ে যায়। পরবর্তিতে আবারো হরতাল দেওয়ায় স্বরাষ্ট্র মন্ত্রণালয় সিদ্ধান্ত নিয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর প্রহরায় এবারে এসএসসি ও সমমানের পরীক্ষা নেয়ার ব্যবস্থা গ্রহণ করার। এক্ষেত্রে পরীক্ষার দিন পরিস্থিতি ও চাহিদা অনুযায়ী বিজিবি মোতায়েন করা হবে বলে জানান তিনি।
বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের ডাকা হরতাল-অবরোধে আটকে গেছে এসএসসি পরীক্ষা। ইতোমধ্যে দুদফা পেছানো হয়েছে পরীক্ষার তারিখ। একারণে পরীক্ষায় কোনো ধরণের নাশকতা যেন না ঘটে সেজন্য অতিরিক্ত বিজিবি চাওয়া হয়েছে বলে জানা গেছে।
জেইউ/এএইচ/আরআই