ভূমিহীন ও অসচ্ছল মুক্তিযোদ্ধাদের জন্য বাসস্থান হচ্ছে


প্রকাশিত: ১১:৪২ এএম, ২৯ সেপ্টেম্বর ২০১৬

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেছেন, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে ভূমিহীন ও অসচ্ছল মুক্তিযোদ্ধাদের জন্য বাসস্থান নির্মাণ হচ্ছে। এ জন্য ২২৭ কোটি ৯৭ লাখ টাকার একটি প্রকল্প চলমান।

বৃহস্পতিবার জাতীয় সংসদে মনিরুল ইসলামের (যশোর-২) তারকা চিহ্নিত প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।

মন্ত্রী আরো বলেন, বীর মুক্তিযোদ্ধাদের কল্যাণার্থে প্রধানমন্ত্রীর প্রতিশ্রুত গুরুত্বপূর্ণ এ প্রকল্পটিতে দেশের সব উপজেলায় মোট দুই হাজার ৯৭১টি ইউনিট বাসস্থান নির্মাণ হবে। তবে এ পর্যন্ত এক হাজার ৭৫৫টি বাসস্থানের নির্মাণ কাজ শেষ হয়েছে।   

এছাড়াও প্রতিটি জেলা/উপজেলায় মুক্তিযোদ্ধার সংখ্যানুপাতে মুক্তিযোদ্ধাদের আবাসনের নিমিত্তে ১০ হাজার ফ্ল্যাট নির্মাণ প্রকল্প প্রণয়নের কাজ হাতে নেয়া হয়েছে।

এইচএস/এএইচ/এবিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।