সম্মুখযুদ্ধের স্থানে স্মৃতিসৌধ নির্মাণ করা হবে


প্রকাশিত: ১১:১০ এএম, ২৯ সেপ্টেম্বর ২০১৬

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেছেন, বর্তমান সরকার সারাদেশে মুক্তিযুদ্ধকালীন সম্মুখযুদ্ধের স্থান ও বধ্যভূমিতে স্মৃতিসৌধ নির্মাণের উদ্যোগ নিয়েছে। এ লক্ষ্যে নানা প্রকল্প অনুমোনের পর্যায়ে রয়েছে।

বৃহস্পতিবার জাতীয় সংসদে মহিলা আসনের দিলারা বেগমের তারকা চিহ্নিত প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।  
 
মন্ত্রী বলেন, মহান মুক্তিযুদ্ধ চলাকালে  হানাদার বাহিনীর গণহত্যায় ব্যবহৃত মধ্যভূতিসমূহ সংরক্ষণ ও স্মৃতিস্তম্ভ নির্মাণ (২য় পর্যায়) শীর্ষক প্রকল্প এবং মুক্তিযুদ্ধের ঐতিহাসিক স্থানসমূহ সংরক্ষণ শীর্ষক প্রকল্প হাতে নেওয়া হয়েছে। এ প্রকল্পসমূহ অনুমোদন হলে শীঘ্রই নির্মাণ কাজ শুরু হবে বলে আশা করা যায়।

এইচএস/এএইচ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।