পাবলিক বাসে চড়ে মন্ত্রণালয়ে গেলেন ওবায়দুল কাদের


প্রকাশিত: ১০:১৫ এএম, ২৯ সেপ্টেম্বর ২০১৬

সাধারণ যাত্রীদের সঙ্গে বাসে চড়ে মন্ত্রণালয়ে অফিস করতে গেলেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
 
বৃহস্পতিবার সকালে রাজধানীর আসাদগেটের বাসস্ট্যান্ডে টিকিট কেটে লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করার পর বিআরটিসির একটি দোতলা বাসে ওঠেন মন্ত্রী ওবায়দুল কাদের। সেখান থেকে বাসেই জাতীয় প্রেসক্লাবের সামনের সড়কে নেমে মন্ত্রণালয়ে নিজ কার্যালয়ে যান তিনি।

obaudul

যাত্রাপথে বাসের উপরের তলা ও নিচে ঘুরে ঘুরে যাত্রীদের সঙ্গে কথা বলে তাদের বিভিন্ন অভিযোগ শোনেন তিনি। এসব অভিযোগ শুনে করণীয় ঠিক করবেন ও সিদ্ধান্ত নেবেন বলে যাত্রীদের আশ্বস্ত করেন মন্ত্রী।

obaudul

যাত্রীদের এক অভিযোগের ভিত্তিতে তিনি দেখতে পান, বাসের ফ্যানগুলোর মধ্যে একটি বাদে সবগুলো নষ্ট। এ অভিযোগের সঙ্গে সঙ্গে বিআরটিসির মতিঝিল ডিপো ম্যানেজার ও পরিচালককে (টেকনিক্যাল) শোকজ করেন তিনি।

obaudul

একপর্যায়ে একজন নারী যাত্রী বাসে উঠলে নিজের আসন ছেড়ে দিয়ে সেখানে তাকে বসতে দেন মন্ত্রী।

আসাদগেট থেকে জাতীয় প্রেসক্লাবের সামনের রাস্তা পর্যন্ত বিআরটিসির বাসটি আসতে সময় লাগে প্রায় ৫০ মিনিট। এরপর মন্ত্রী সেখানে নেমে মন্ত্রণালয়ে নিজ কার্যালয়ে যান।

এএস/এমএমজেড/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।