ফিটনেসবিহীন লঞ্চ চলাচল করে না : সংসদে নৌমন্ত্রী


প্রকাশিত: ০২:০৮ পিএম, ২৮ সেপ্টেম্বর ২০১৬

দেশের নদীগুলোতে ফিটনেসবিহীন লঞ্চ চলাচল করে না বলে জানিয়েছেন নৌ-পরিবহন মন্ত্রী। জাতীয় সংসদে প্রশ্নোত্তরকালে আওয়ামী লীগের সংসদ সদস্য গোলাম দস্তগীর গাজীর এক প্রশ্নের জবাবে মন্ত্রী এ তথ্য জানান।

নৌপরিবহন মন্ত্রী শাজাহান খানের অনুপস্থিতে তার পক্ষে পানি সম্পদ মন্ত্রী ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ সংসদে প্রশ্নের জবাব দেন।  

মন্ত্রীর দেওয়া তথ্যানুযায়ী, বিআইডব্লিউটিএ’র ফিটনেস সনদ থাকা সাপেক্ষে রুট পারমিট এবং টাইম টেবিল দেয়া হয়। কাজেই ফিটনেস সনদবিহীন লঞ্চের চলাচলের কোনো সুযোগ নেই। নৌপথে ফিটনেসবিহীন লঞ্চ চলাচল আইনত দণ্ডনীয় অপরাধ। বর্তমান সরকার এ ধরনের নৌযানের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনাসহ বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ চলাচল অধ্যাদেশ ১৯৭৬ এর বিধান অনুসারে নৌ আদালতে মামলা করে আইনগত ব্যবস্থা গ্রহণের বিধান রয়েছে।

এইচএস/এএইচ/এবিএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।