স্বাধীনতার পর নৌ-দুর্ঘটনায় মারা গেছেন ৪৬৭১ জন : সংসদে নৌমন্ত্রী


প্রকাশিত: ১২:৩৫ পিএম, ২৮ সেপ্টেম্বর ২০১৬

বাংলাদেশ স্বাধীন হওয়ার পর ১৯৭৬ সাল থেকে চলতি বছরের আগস্ট পর্যন্ত মোট ৫৯৫টি নৌ-দুর্ঘটনা ঘটেছে। এসব দুর্ঘটনায় মারা গেছেন ৪ হাজার ৬৭১, নিখোঁজ ৪৬৬ এবং আহত হয়েছেন ৫১০ জন।

বুধবার জাতীয় সংসদে লক্ষ্মীপুর-১ আসনের সাংসদ এম এ আউয়ালের লিখিত প্রশ্নের জবাবে নৌ-পরিবহনমন্ত্রী শাজাহান খান এ তথ্য জানান। এসময় সংসদে শাজাহান খানের অনুপস্থিতিতে পানি সম্পদমন্ত্রী ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ প্রশ্নের জবাব দেন।

চট্টগ্রাম-১১ আসনের এম আবদুল লতিফের প্রশ্নের জবাবে নৌমন্ত্রী বলেন, বিগত ৬০ বছরে চট্টগ্রাম বন্দরের পরিধি বহুলাংশে বৃদ্ধি করা হয়েছে। বন্দর কর্তৃপক্ষের পোর্ট লিমিট পতেঙ্গা বিকন থেকে ৫.৫ থেকে ৭ নটিক্যাল মাইল পর্যন্ত বাড়ানো হয়েছে। নতুন নতুন জেটি নির্মাণ ও আধুনিক যন্ত্রপাতি সংগ্রহ করা হয়েছে। বিগত ২ দশকে বন্দরের আধুনিকায়নসহ এর ক্যাপাসিটি বিপুল পরিমাণ বেড়েছে। বিদ্যমান ক্যাপাসিটি ব্যবহার করে প্রতিবেশী দেশসমূহের ট্রানজিট ট্রাফিক হ্যান্ডলিং করতেও বন্দর সক্ষম। বর্তমানে বন্দর ৭৯ হাজার ২৫২ মেট্রিক টন পণ্য এবং ৩৬ হাজার টিইইউস কন্টেইনার ধারণক্ষমতা রয়েছে।

এইচএস/জেএইচ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।