মন্ত্রিসভায় সম্প্রচার নীতিমালার খসড়া অনুমোদন
‘জাতীয় সম্প্রচার নীতিমালা, ২০১৪’র খসড়ার অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। সোমবার সচিবালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়।
বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মোশাররাফ হোসাইন ভূইঞা বিস্তারিত জানান। তিনি জানান, মন্ত্রিসভা পর্যবেক্ষণ সাপেক্ষে অনুমোদন দিয়েছে। মন্ত্রিসভা মনে করে এটি সম্প্রচার শিল্পের জন্য একটি ইতিবাচক নীতিমালা হয়েছে।
সম্প্রচার শিল্পের জন্য এর আগের নীতিমালা থাকলেও এটাই প্রথম পুর্ণাঙ্গ নীতিমালা। নীতিমালায় সাতটি অধ্যায় রয়েছে বলে জানান মন্ত্রিপরিষদ সচিব।