ঢাকায় পৌঁছেছেন র‌্যাপ


প্রকাশিত: ০৭:২১ এএম, ০৪ আগস্ট ২০১৪

ঢাকায় এসে পৌঁছেছেন যুক্তরাষ্ট্রের গ্লোবাল ক্রিমিনাল জাস্টিস বিষয়ক অ্যাম্বাসেডর-অ্যাট-লার্জ স্টেফেন জে র‌্যাপ। সোমবার সকালে তিনি ঢাকায় আসেন।

সফরকালে তিনি বিভিন্ন বৈঠক ও সভায় অংশ নেবেন। এছাড়া আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বর্তমান কর্মকাণ্ড পর্যবেক্ষণ করবেন তিনি।

সফর সূচি অনুযায়ী স্টেফেন জে র‌্যাপ সোমবার বিকেলে মুক্তিযুদ্ধ যাদুঘর পরিদর্শনে যাবেন। এরপর পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করবেন।

মঙ্গলবার আইনমন্ত্রী আনিসুল হকের সঙ্গে তার বৈঠক অনুষ্ঠিত হবার কথা রয়েছে। এছাড়া তিনি পররাষ্ট্রমন্ত্রী ও সচিবের সঙ্গেও বৈঠক করবেন বলে জানা গেছে।
 
একই দিন বিকেলে তিনি সাংবাদিক সম্মেলনে যোগ দেবেন এবং দেশে চলমান মানবতাবিরোধী অপরাধের বিচার ও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কর্মকাণ্ড বিষয়ে মত বিনিময় করবেন।

যুক্তরাষ্ট্রের গ্লোবাল ক্রিমিনাল জাস্টিস বিষয়ক অ্যাম্বাসেডর-অ্যাট-লার্জ স্টেফেন জে র‌্যাপ এর আগেও বেশ কয়েকবার ঢাকা সফরে এসেছেন। তবে ৫ জানুয়ারি নির্বাচনের পর এটি তার প্রথম ঢাকা সফর।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।